আদর্শের প্রশ্নে দলীয় সিদ্ধান্ত মানতে না পেরে দলত্যাগী রফিক এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়; বাড়ি বাড়ি গিয়ে সে মানুষের শুভবুদ্ধির কাছে কড়া নাড়বে। এভাবে রফিক একদিন ঢুকে পরে স্বরাষ্ট্র সচিবের বাড়ীতে। রফিকের মধ্যে নিজের আদর্শবাদী বাবাকে খুঁজে পায় সরাষ্ট্র সচিবের স্ত্রী। কমরেড ঋতা লুকিয়ে দেখা করে রফিকে সাথে, জানায় দলের অনেকে দেখা করতে চায়,তার হাত ধরতে চায়। সব ফেলে রফিক গোপনে দেখা করতে আসে। এদিকে রফিক কোথায় যাচ্ছে তা জেনেফেলেছে সচিবের বাড়ির কাজের লোক কবিতা… তারপর?
নাটকঃ অনির্বাণ সেন
নির্মাণঃ শুভজিৎ বন্দ্যোপাধ্যায়
গানঃ কাজী নজরুল ইসলাম, ডন উইলিয়ামস (রঞ্জন প্রসাদ ঘোষ)
ক্যাজন ও আবহ প্রক্ষেপণঃ দীপক সমাদ্দার
মঞ্চনির্মানঃ অনিরুদ্ধ বিশ্বাস
ক্যালিগ্রাফিঃ অনুপম দাশগুপ্ত
আলোঃ সাহেব সান্যাল
অভিনয়েঃব্রতীনগঙ্গোপাধ্যায়,সায়নভট্টাচার্য,দেবব্রতপাল,শুভজিৎবন্দ্যোপাধ্যায়,তনয় চক্রবর্তী,স্বাগতাসেনগুপ্ত,সন্তুসাধুঁখা,
পারমিতাগুহঠাকুরতা,শান্তনুপান্ডা,গ্রেসীচৌধুরী,কবিতাদাস,চিরাগমালাকার,সুমনাসান্যাল,সৌম্যদীপসাহা,অর্পায়নচ্যাটার্জী।