হয়বদন একটি দ্বি-অঙ্কের কন্নড় ভাষার নাটক, যা ১৯৭১ সালে গিরীশ কারনাড রচনা করেন। এই নাটকটি প্রাচীন সংস্কৃত সাহিত্যের বৃহৎকথা এবং থমাস মান-এর The Transposed Heads গল্পের পুনঃকথনের উপর ভিত্তি করে লেখা। পরবর্তীতে সেই নাটকের বাংলা অনুবাদ করেন শঙ্খ ঘোষ। এই অনুবাদকে কেন্দ্র করেই বীক্ষণের নতুন নাটক ঘোড়ামুখো পালা।
ঘোড়ামুখো পালা মূলত একটি পালাধর্মী নাটক। অধিকারী, নট-নটির দল, পালার দল এবং জুড়ির দল মিলে বর্ণনা করে একটি পৌরাণিক পালা। দুই বন্ধু দেবদত্ত ও কপিল এবং তাঁদের ভালোবাসার কেন্দ্রবিন্দু পদ্মিনী-কে ঘিরে গড়ে উঠা এক সম্পর্কের জটিলতা এই পালার মূল কাহিনি।
হঠাৎ এই পালার মাঝখানে ঢুকে পড়ে এক ঘোড়ামুখো, যার মাথা ঘোড়ার মত আর শরীরটা মানুষের মত। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সবার কাছে সাহায্য চেয়ে বেড়ায়। আদৌ কি সেই সমস্যার সমাধান হয় নাকি সমস্যা বাড়তে থাকে? এই নিয়ে তৈরি হয় আর এক জটিলতা।
এই নাটক মূলত আত্মপরিচয়, পূর্ণতার আকাঙ্ক্ষা এবং মানবিক চাওয়া-পাওয়ার গভীর প্রশ্নগুলিকে সামনে আনে।