কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। পাণ্ডবরা সিংহাসনে।
চতুর্দিকে ঢক্কানিনাদ -ধর্মরাজ্য প্রতিষ্ঠিত আজ।
কিন্তু সত্যিই কি তাই?
সৎ ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি সিংহাসনে বসলেই কি ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হয়ে যায়?
নাকি ধর্মরাজ্যের সংজ্ঞা বহুবিধ,
ব্যক্তি বিশেষে যার অর্থ ভিন্ন?
প্রবজ্যা ভেঙে সেই সত্যের সন্ধানে নামেন একদা হস্তিনাপুরের মহামন্ত্রী বিদুর,
যাকে সমাজ ধর্মরূপেই চেনে।
পিতা ব্যাসদেবের আদেশে
সুদূর প্রভাসতীর্থ থেকে হস্তিনাপুরমুখী যাত্রায়
বিদুরের জ্ঞানলাভ ঘটে বাস্তবের সংযোগে।
পুঁথিগত আর ফলিত জ্ঞানের পার্থক্য
বিদুরকে স্তম্ভিত করে।
তাঁর এই নতুন জ্ঞানলাভে সহায়ক হয়ে ওঠে
এক ব্যবসায়ী এবং এক গণিকা।
জ্ঞানলাভে ঋদ্ধ বিদুর এগিয়ে চলেন
নতুন সমাজ গঠনের লক্ষ্যে।
বিশিষ্ট নাটককার শিবংকর চক্রবর্তীর এই অনবদ্য নাটক
আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে রসদ জোগায়।
Play : Shibankar Chakrabarty
Direction : Samrat Sanyal
Cast : Probir Ghosh, Anup Roy, Rahul Bhattacharjya, Korobi Roy, Samrat Sanyal & Others.