loader
logo

Ulgulan

21st Jan 2026 (Wed) • 06:00 PM

Kathok Performing Repertoire

Tapan Theatre
Bengali
1hr 50 mins

Tapan Theatre

21st Jan 2026 (Wed) • 06:00 PM

Synopsis

বিদেশী শাসকের বিরুদ্ধে সামগ্রিক সংগ্রামের পয়লা সারিতে যে আদিবাসীরাও ছিল এবং সর্বাধিক আত্মত্যাগ করেছিল তা বিস্মৃত হলে ভারতের ইতিহাস রচনায় তাঁদের ভূমিকার যথাযথ মূল্যায়ন হয়না। বুর্জোয়া ঐতিহাসিকগণ হয় এ সত্যকে অস্বীকার করেন নয়তো স্থানীয় বিদ্রোহ বলে উল্লেখ করেন। 

বিরসা, অনান্য আদিবাসী বিদ্রোহের ক্রমানুযায়ী আধুনিক মানুষ। বিরসা তার জীবদ্দশাতেই ওরাল ট্র্যাডিশনে জায়গা পেয়ে যায় তার সময় ও সমাজের চেয়ে চিন্তা ও প্রতিবাদে অগ্রসর হওয়ার সুবাদে। ক্রিশ্চান হয়েছিল, মিশনারীদের বিশ্বাস করতে চেয়েছিল; কিন্তু চলে আসে ‘ সাহেব সাহেব এক টোপি হ্যায়’ বলে। হিন্দু সর্দার, সন্ন্যাসী, বৈষ্ণব, এদেরকে বিশ্বাস করতে চেয়েছিল, কিন্তু বুঝেছিল এরা বিশ্বাসী ধর্মান্তকরনে, কুসংস্কারে। বুঝেছিল এই কুসংস্কারের হাত থেকে বাঁচাতে হবে মুন্ডারীদের।

বিরসার অভ্যুত্থান দমন করতে ইংরেজ আগ্রহী হয়, কারন সে মর্ডান ম্যান। বিরসা, তার জ্ঞান-বুদ্ধি-চেতনা ও বিবেকমতো মুন্ডারীদের প্রতিবাদ করতে শিখিয়েছিল। বিশ্বমানবকে অরন্য-জল-পরিবেশ রক্ষায় সেনানী হতে বলেছিল। গাছ, মাটি, জল বাঁচাবার প্রয়োজনীয়তা আজ পৃথিবীর মানুষ বোঝে, তাই বিরসার অরণ্যচেতনায় প্রানদান বৃথা যায়নি।  

বিরসার ১৫০তম জন্ম জয়ন্তীতে বিরসা কে প্রনাম আমাদের ‘উলগুলান’ এর মধ্য দিয়ে।

Cast & Credit:

উৎসসূত্র

আদিবাসী সমাজ ইতিহাস অন্ধকারের উৎস হতে  -ড. গুহিরাম কিস্কু

লোক ভাষা সংস্কৃতি  নন্দনতত্ত্ব - পবিত্র সরকার

বনাঞ্চলে মরকতমণি : আদি থিয়েটার - অরিন্দম ঘোষ।

অরণ্যের অধিকার - মহাশ্বেতা দেবী

ভারতের আদিবাসী ও দলিত সমাজ- পশুপতি প্রসাদ মাহাতো

আদিবাসী সংস্কৃতি - সুবোধ ঘোষ 

সাঁওতাল গন সংগ্রামের ইতিহাস - ধীরেন্দ্রনাথ বাস্কি

Mundas Community - S.C. Roy

The Mundas and their country 1928 - S.C. Roy

The Mundas and Oran of Choto Nagpur 1960 - FR. Dr. Philip Ekka

নাটক , পোষাক, সজ্জা, বিন্যাস ও নির্মান - কৃতি মজুমদার

আলোক প্রয়োগ -বাবুন চক্রবর্তী

সঙ্গীত প্রয়োগ -উত্তম চট্টোপাধ্যায়

আবহ প্রয়োগ - শান্তনু পাল

অঙ্গসঞ্চালনা -অভিষেক দত্ত

মঞ্চ বিন্যাস -প্রশান্ত ভট্টাচার্য্য

মঞ্চপোকরণ -সায়নী মাইতি ও তরস্বী পাল মজুমদার

পোষাক রক্ষণাবেক্ষণ -শ্রেয়া চ্যাটার্জী, কৃষ্ণা সাহা ও ঋতুপর্ণা মনিগ্রাম

পোষ্টার -সম্রাট ঘোষ

সৃজনে - প্রশান্ত, সুদীপ, শান্তনু,  সম্রাট, সুজন, সৌভিক, পার্থ প্রতিম,  সৃজন, শিলাদিত্য, সঞ্জীব, শ্রেয়া, সায়নী, সৃষ্টি, তরস্বী, কৃষ্ণা, ঋতুপর্ণা, মাহিন, নির্মাল্য, দীপেন, নারায়ণ ও শুভঙ্কর।

সহযোগিতায় ¬- অনুজ, বিজয়া, রিনা, সোমনাথ


Book Tickets