
মরসুমের একদিন
চারুচন্দ্র চক্রবর্তীর কোম্পানি থিয়েটার ও যাত্রার জন্য পোষাক ভাড়া ও মঞ্চ নির্মাণের কাজ করে ।এইসব কাজে নিযুক্ত আছে নবীন,ফোনে,বিপিন আর সানা।নবীন এছাড়াও টুকটাক অভিনয় করে,তবলা বাজায়।চারুচন্দ্রের সঙ্গে নবীনের সম্পর্ক অম্লমধুর ।কিন্তু চারুর স্ত্রী ভানুমতি নবীনকে বেশ পছন্দ করে।তাদের পারস্পরিক সম্পর্ক প্রেমের না হলেও ভালোলাগার,হয়তো বা কিছুটা নির্ভরতার ও।একদিন সব কাজ সেরে,স্ত্রীর সঙ্গে দেখা করে পরদিন সকালে নবীন ফিরে আসে কোম্পানির অফিসে ।এসেই শোনে সানা আত্নহত্যা করেছে ।তারা আর কাজে বেরোতে পারেনা।পুজোর মরশুমে তাদের একটা দিন নষ্ট হয়ে গেল ।
কাহিনি : সমরেশ বসু
নাট্যবিন্যাস : সুমিত্র বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা ও নির্দেশনা : দেবাশিস রায়
অভিনয় :
সুবীর ঘোষ, সানি চট্টোপাধ্যায়, সৌরভ দেব, মন্টু ভৌমিক, ঋজু বসু, মলয় কুন্ডু,চঞ্চল ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, সাহানা চট্টোপাধ্যায়, জয়তী বন্দ্যোপাধ্যায়, অপরাজিতা ঘোষ, লিলি কুন্ডু, বিজয়া কর্মকার, সোমা মল্লিক, ঋতজা বন্দ্যোপাধ্যায়
মঞ্চ : মদন হালদার
আলো : শুভঙ্কর দে
আবহ :স্বপন বন্দ্যোপাধ্যায়
রূপসজ্জা : সুরজিৎ পাল
পোষাক - অমিত চক্রবর্তী
কোরিওগ্রাফি : পৌলোমী দাস
প্রযোজনা নিয়ন্ত্রণ : সুস্মিতা ভট্টাচার্য
চোখনাটকে অভিনয় করেছে
সুজন ঘোষ
সানি চট্টোপাধ্যায়
প্রীতি কর্মকার