
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে টোকিও-র এক ব্যতিক্রমী স্কুল 'তোমোই গাকুয়েন'-এ তোত্তো-চানের শৈশবের অভিজ্ঞতার গল্প বলে এই নাটক। এই 'রেলগাড়ি স্কুলে'র প্রধান শিক্ষক সোসাকু কোবাইয়াশি প্রতিটি শিশুর স্বতন্ত্রতাকে গুরুত্ব দিয়ে তাদের নিজস্ব গতিতে শিখতে উৎসাহিত করতেন, যার ফলে চঞ্চল তোত্তোচান এবং সেখানে পাঠরত প্রত্যেকটি শিশু তাদের নিজেদের বাধা কাটিয়ে অনুসন্ধিৎসু ও প্রাণবন্ত শিক্ষার্থী হিসেবে বিকশিত হয়েছিল। কিন্তু যুদ্ধ সবটা একই গতিতে চলতে দিয়েছিল কি?
এই গল্প আমেরিকার বোমারু বিমানের সাইরেনের আড়ালে এক রেলগাড়ি স্কুল আর তার যাত্রীদের কথা বলে যা প্রচলিত শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ও বিকল্প শিক্ষার গুরুত্বকে তুলে ধরে।
Novel: Totto-chan : The Little Girl at the Window
Writer: তেৎসুকো কুরোয়ানাগি
Translator: মৌসুমী ভৌমিক
Director: রাজু বেরা
Artists: মেরী আচার্য্য, শুভ্রজিৎ সেনগুপ্ত, দিপ্তেশ মুখোপাধ্যায়, সাম্যব্রত মুখোপাধ্যায়