
অন্ধকারে কি দেখা যায় ? যদি দেখা যেত ? আলোয় দেখা সপ্রতিভ মানুষেরা অন্ধকারেও কি সমান প্রতিভ ? সাহসী মানুষেরা কি সমান সাহসী ? তরুণ দরিদ্র ভাস্কর ব্রতীনের ভাস্কর্য দেখতে কোটিপতি শিল্পমনস্ক শিল্পদ্যোগী জগদীশ বণিকের আসার কথা। দরিদ্র ব্রতীন আর স্বচ্ছল মালা ব্রতীনের পাশের ফ্ল্যাটের হেরম্ববাবুর ঘর থেকে কিছু আসবাব পত্র ও কিছু অ্যান্টিক দিয়ে ব্রতীনের ফ্ল্যাটটি সাজায়, জগদীশ বণিক আর মালার বাবা কর্ণেল করুণাধন কর্মকারকে প্রভাবিত করার জন্য। হেরম্ব বাবু এসব কিছু জানেন না, কারণ তিনি কলকাতার বাইরে কোথায় গেছেন - আজকে আসার কথা নয়। ফ্ল্যাট সাজিয়ে মালা আবিষ্কার করে ব্রতীনের টেবিলে একটি মেয়ের ছবি। স্বভাবতই মালা সন্দেহ প্রকাশ করে। ব্রতীন নানাভাবে বোঝাবার চেষ্টা করে সম্পর্কটা তেমন কিছু নয়। ইতিমধ্যে হঠাৎ মেন সুইজের ফিউজ উড়ে যায়! সারা বাড়ি অন্ধকার। এই অন্ধকারের মধ্যেই ঘরে একে একে হাজির হয় ওপরের ফ্ল্যাটের পারুলদি, পাশের ফ্ল্যাটের হেরম্বদা, মালার বাবা কর্ণেল করুণাধন কর্মকার, ইলেকট্রিক মিস্ত্রি অসমঞ্জ ভড়, জগদীশ বণিক এবং সর্বোপরি কোকিলা। অন্ধকারে কি কিছু দেখা যায় ? যদি দেখা যায়, তাহলে কেমন হয় সেই দৃশ্য ?