loader
logo

কথায় বলে অতীত তোমার মস্তিষ্কে থাকে, ভবিষ‍্যৎ তোমার হাতে। কিন্তু জীবনে মাঝে মাঝে এমন একটা সময় আসে, যখন সেই অতীতই আমাদের হাত বেঁধে দেয়। ভবিষ‍্যৎ হয়ে ওঠে অতীতেরই প্রলম্বিত ছায়া। অতীত অনস্বীকার্য। কেউ অতীতকে পাথেয় করে পরিণত হয়, কেউ অতীতের খাঁচায় নিজেকে বদ্ধ করে হয় পরিণতিহীন। এমনই দু'জন মানুষ সুতনুকা হালদার ও সুমিত ভট্টাচার্য। সুতনুকা হালদারের সুখের সংসার। স্বামী দীপ্তাংশুকে নিয়ে তাঁর অম্লমধুর দাম্পত‍্য। অন‍্যদিকে, সুমিত উন্মত্ত হয়ে রয়েছে তার ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে। এই দুই আপাত পরস্পরবিরোধী জীবনযাপন কোথায় এসে মিশবে? কসবা অনুপ্রাসের নবতম প্রযোজনা এমনই এক চোরা রহস‍্যের রোমাঞ্চ নাটক। আগাথা ক্রিস্টির কাহিনির আদলে এ সময়ের গল্প 'মনোরমা Mystery'। 

নাটক নাট‍্যনির্মাণ : সৌভিক গাঙ্গুলি

প্রযোজনাসহযোগী : গার্গী দাশগুপ্ত

অভিনয়ে : অনুপ সাহা, প্রশান্ত দত্ত চৌধুরী, বিজন চক্রবর্তী, মনোজিৎ মুখার্জি, পিয়ালী গুপ্ত, গার্গী দাশগুপ্ত, প্রণব দাস সৌভিকগাঙ্গুলি

আলো : সাধন পাড়ুই

মঞ্চনির্মাণ : মদন হালদার

রূপসজ্জা : সুরজিৎ পাল

আবহ : বিপুল রায়